আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ প্রথম ধাপে বরগুনার আমতলী উপজেলার ৬ টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়ন পত্র যাচাই- বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিরা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। এতে ১ নং গুলিশাখালী ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী এ্যাড. এইচ.এম.মনিরুল ইসলাম মনি, ০২নং কুকুয়া ইউনিয়নের বোরহান উদ্দিন মাসুম তালুকদার, ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের হারুন-অর রশিদ, ৪নং হলদিয়া ইউনিয়নের শহিদুল ইসলাম মৃধা, ৫ নং চাওড়া ইউনিয়নের আক্তারুজ্জামান বাদল, ৭নং আরপাঙ্গাশিয়া ইউনিয়নের সোহেলী পারভীন এদের বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য্যালয় থেকে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীগণের কাছে মুঠোফোনে জানতে চাইলে প্রত্যেক প্রার্থীগণ বলেন ১১ এপ্রিল ইউনিয়ন বাসি ইভিএম পদ্ধতি ও ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে আমাদের কে জয় যুক্ত করবেন আমরা জয়ের আশাবাদি। প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। এছাড়া বৈঠকে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও ১১টি পৌরসভা নির্বাচনের দলীয় প্রার্থীও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছ । সভায় সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply