আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বরগুনা জেলা যান্ত্রিকযান (থ্রি-হুইলার) শ্রমিক ইউনিয়নের সভাপতি ও আমতলী উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক শ্রমিকদের আস্থাভাজন শ্রমিক নেতা মো. জহিরুল ইসলাম খোকন মৃধার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
১৮ মার্চ রোজ বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসার ও উক্ত ইউনিয়নের রিটার্নিং অফিসার সি এম রেজাউল করিম এর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর বন্দর ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রুহুল আমিন, প্রবীন শিক্ষক রত্তন মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ ফোরকান মিয়া, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ লিটন প্রমুখ। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ আঠারগাছিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply