ফাল্গুনের হিমেল হাওয়ায় যখন আম্রকাননে প্রস্ফুটিত মুকুলের শোভা, বনে বনে যখন মহুয়ার মাতাল করা সৌরভ , শিমুল পলাশ বনে যখন রঙীন ছটা, গাছের মগডালে যখন কোকিলের কুহু কুহু কলতান ঠিক তখনই একদল মাতৃভাষা প্রেমী বীর বাঙালি রাজপথে নেমে আসে মাতৃভাষা রক্ষার আন্দোলনে, নিজের আত্মত্যাগের বিনিময়ে অর্জন করে ভাষার স্বাধীনতা। সেই সব ভাষা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হাজারো কেরানীগঞ্জ বাসী। আজ ২১ শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ । তার পর পরই শহীদদের প্রতি শ্রদ্ধা জনান কেরানীগঞ্জ এর বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। এসময় বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন কেরানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মাননীয় উপজেলা চেয়ারম্যান শ্রদ্ধা নিবেদনের সময় এক মিনিট নিরবতা পালন শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় । আজ সারাদিন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে কেরানীগঞ্জ বাসী দিনটিকে উদযাপন করে।
Leave a Reply