রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

আঠারগাছিয়া নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের কে নিয়ে ইউনিয়ন পরিষদ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন।

এইচ এম মোশারেফ হোসেন সুজন, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৪৩ বার পঠিত

বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নে ১৮ জুলাই রোজ রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন ১২ জন ইউপি সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরুজা মনি, উপজেলা পরিষদ সদস্য সাহা নুর তাং ও মোঃ নাসির। উদ্বোধনী অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ দুলাল তালুকদার তার বক্তব্যে বলেন, ‘আজকে এই স্বাধীন বাংলার মাটিতে দাড়িয়েছি, যার জন্য আজ ফুলের মালা গলায় দিয়ে আপনাদের মাঝে কথা বলছি, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তে মাখা বাংলার বুকের একটি ইউনিয়ন। ৩নং আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের আমরা নবনির্বাচিত ইউপি সদস্য। আজকে যারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাই আপনজন আমাদের। তাই আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন তা হলে দালাল, জুয়ারি, গাঁজা, মদ, ইয়াবা, চুরি ডাকাতি গুন্ডামী মাস্তানি কর্মকাণ্ড এই ইউনিয়ন থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে এবং আপনাদের ন্যায্য পাওনা, ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ।’ তিনি আরো বলেন, ‘আমারা শুনে আসছি পূর্বে থেকে যে কোনো কাজে মামার জোর লাগে তাই আমরা মামার জোর পেয়েছি কারণ আমাদের ন্যায় কাজের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান মামা আমাদের সাথে আছেন। তাই আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবকে বলবো আমরা ১২ জন ইউপি সদস্য আপনার সন্তান। আপনি ন্যায় কাজের জন্য যা আদেশ করবেন তা মেনে চলতে সহমত।’ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এই স্বাধীন বাংলার মাটি সোনার চেয়ে ও খাঁটি, আজ এই স্বাধীন বাংলার জন্য পরিবারের সবাইকে নিয়ে জীবন দিয়েছেন, আপনারা সবাই ভালো করে জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মেয়ে সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা যার জন্য আজ বাংলার মাটিতে উন্নয়নের জোয়ার। আমাদের পক্ষ থেকে দোয়া রইলো নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য আপনারা যেন জনগণকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সেবা দিতে পারেন। আপনাদের কার্যক্রমে বাংলাদেশ সরকারের যেন সুনাম সৃষ্টি হয়। জনগণের সুখে দুঃখে কাঁধে কাঁধ রেখে ন্যায্য পাওনা ঘরে ঘরে পৌঁছে দেবেন এ আশা রাখি।’ নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, ‘আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সোনার বাংলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নকে আমার ১২টি সন্তান নিয়ে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো আল্লাহর রহমতে।’ এ বিষয়ে অনুভুতি টিভি, এ প্রতিবেদককে এলাকাবাসী বলেন, ‘আমাদের মূল্যবান, আমানত, মৌলিক অধিকার ভোট দিয়ে ইউনিয়নবাসীর সুখ-দুঃখ বোঝার জন্য ন্যায্য পাওনা, ন্যায়বিচার করার জন্য আজ ফুলের মালা গলায় দিয়ে সততার চেয়ারে বসার সুযোগ করে দিয়েছি। এই ইউনিয়ন আদালতের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো এই আশা রাখি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =

এ জাতীয় আরো খবর..