সাতক্ষীরা যশোর মহাসড়কের ছয়ঘুরিয়া নামক স্থানে মাটি বহনকারী ট্রলি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এক সাংবাদিক নিহত হয়েছে।নিহত সাংবাদিকের নাম ইসমাইল হোসেন ওরফে ফিরোজ জোয়ার্দার। তিনি কলারোয়া উপজেলার গদোখালির আক্তার হোসেনের ছেলে এবং অনলাইন নিউজ পোর্টাল AB 71Tv চ্যানেল ও বঙ্গভূমি পত্রিকায় কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ফিরোজ জোয়ার্দার কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুর ১১টার দিকে সদর উপজেলার ছয়ঘুরিয়া নামক স্থানে সাতক্ষীরা – যশোর মহাসড়কে ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার আহত হলে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাতক্ষীরা সদর থানার সহকারি পুলিশ পরিদর্শক মেহেদি হাসান জানান, ঘটনাস্থল থেকে মাটি বহনকারী ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালককে আটক করতে পুলিশের একটি দল কাজ করছে।
Leave a Reply