রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ অপরাহ্ন

অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ- খুলনা জেলা প্রশাসক

মোঃ রউফ কয়রা, খুলনা। 
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ বার পঠিত
আবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে  আজ কয়রায় খুলনা জেলা প্রশাসক বলেন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

খুলনার জেলা প্রশাসক (ডিসি) মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, অবাধ , সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য  ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তায় জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন থাকবে অনঢ়  এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ।কয়রার নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোন প্রকার অনিয়ম ও বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে কয়রা উপজেলার ৭ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা ও আচারণ-বিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি (ডিসি) বলেন, আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।

ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি আচারণ বিধি মেনে সকলকে নির্বাচনী প্রচারণা এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রচারে ব্যবহার না করার আহবান জানিয়ে তিনি সকল ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ারও আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে, মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহম্মেদ,খুলনার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম,কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা হযরত আলী, উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও ইউপি সদস্য প্রার্থীগণ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =

এ জাতীয় আরো খবর..